ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জার্মানিতে নির্বাচন আজ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১২:৫২, ২৬ সেপ্টেম্বর ২০২১
জার্মানিতে নির্বাচন আজ

জার্মানির ২০তম জাতীয় নির্বাচন আজ। স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবারের নির্বাচনের মাধ্যমে আঙ্গেলা মের্কেলের ১৬ বছরের শাসনামলের পর নতুন চ্যান্সেলর পেতে যাচ্ছে জার্মানরা।

জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে জানায়, ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির এই দেশটির নতুন নেতা নির্বাচনে রোববার ভোট দেবেন জার্মানরা। রোববারের এই নির্বাচনের মাধ্যমে জার্মানিতে কার্যত একটি যুগের অবসান হবে। অবশ্য নির্বাচনের পর পরবর্তী সরকার গঠিত হওয়া পর্যন্ত মের্কেল দায়িত্বপালন করবেন। 

ডয়চে ভেলে জানিয়েছে, পরবর্তী চ্যান্সেলর হিসেবে ৪২ শতাংশ মানুষ ওলাশ শলৎসকে সমর্থন দিলেও তার দল এসপিডির পক্ষে সমর্থন রয়েছে মাত্র ২৫ শতাংশ। সে ক্ষেত্রে বামপন্থী দল ডি লিংকে বা উদারপস্থী এফডিপিকে তৃতীয় শরিক করতে হবে। ফলে জোট সরকার গঠনের আলোচনা দীর্ঘ হতে পারে।

রয়টার্স জানায়, জার্মানির সংসদের ৫৯৮টি আসনের অর্ধেক অর্থাৎ ২৯৯টি আসনের সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন।  বাকি অর্ধেক নির্বাচিত হবেন সারাদেশে দলের প্রাপ্ত ভোটের শতকরা হিসেবে।এবারের নির্বাচনে মোট ভোটার ছয় কোটি ৪০ লাখ। 

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়