ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নদী দিবসে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন 

জাককানইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০২১  
নদী দিবসে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন 

‘মানুষের জন্য নদী’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন হয়েছে।  

শিক্ষার্থীদের সংগঠন ‘গ্রিন ভয়েস’-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে এই মানববন্ধন হয়।  এসময় সংগঠনের সদস্যসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। 

এসময় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাফিস বলেন, গ্রিন ভয়েস থেকে আমাদের দাবি, ব্রহ্মপুত্রসহ দেশের সব নদ-নদী দখল মুক্ত করা এবং দূষণ মুক্ত করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেওয়া।

সঙ্গীত বিভাগের শিক্ষার্থী পারিকা মোস্তফা পুন্য বলেন, অপরিকল্পিত-অনিয়ন্ত্রিত বালু, মাটি উত্তোলনের কারণে নদী সংকটাপন্ন অবস্থায় আছে। এতে নদীর বিভিন্ন স্থানের বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অবৈধ মাটি-বালু উত্তোলন বন্ধ করতে হবে এবং নদীর তীরে বর্জ্য অপসারণ ও নিক্ষেপ বন্ধ করতে হবে।

ফাহাদ/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়