ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আফগানিস্তানের আইএস প্রধান তালেবানের হাতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ২৬ সেপ্টেম্বর ২০২১  
আফগানিস্তানের আইএস প্রধান তালেবানের হাতে নিহত

আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু ওমর খোরাসানিকে হত্যা করেছে তালেবান। শনিবার তালেবানের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

২০১৪ সালে আফগানিস্তানে আত্মপ্রকাশ করে ইসলামিক স্টেট অব খোরাসান। তারা নিজেদের আইএসের শাখা বলে দাবি করতো। ২০১৭ সালে এর প্রধান শেইখ আব্দুল হাসিব লোগারি নিহত হন। ওই সময় দলের দায়িত্ব নেন আবু ওমর। তবে ২০২০ সালে মার্কিন বাহিনীর হাতে গ্রেপ্তার হন তিনি।

১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুল দখল করে। এর পরপর কাবুল বিমানবন্দর ও পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। এই ঘটনার দায় স্বীকার করে ইসলামিক স্টেট অব খোরাসান। ওই সময় তালেবানের হামলায় গোষ্ঠীটির বেশ কয়েক জন সদস্য নিহত হয়।

মধ্য আগস্টে অনির্ভর কয়েকটি সূত্র জানিয়েছিল, তালেবানের ক্ষমতা দখলের পর যে হাজার হাজার বন্দি মুক্তি দেওয়া হয়েছিল তাদের মধ্যে আবু ওমরও ছিলেন। অবশ্য অন্য সূত্র দাবি করেছিল, ১৭ আগস্ট তালেবানের হাতে নিহত হয় সে।  

শনিবার তালেবান সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন টিভি জানায়, আবু ওমরকে গুলি করে হত্যা করেছে তালেবান।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়