ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘তালেবান ক্ষমতায় আসায় বিএনপি ও জামায়াত খুবই উৎফুল্ল’

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২৬ সেপ্টেম্বর ২০২১  
‘তালেবান ক্ষমতায় আসায় বিএনপি ও জামায়াত খুবই উৎফুল্ল’

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আফগানিস্থানে তালেবান ক্ষমতায় আসায় বিএনপি, জামায়াত, হেফাজত ও ধর্মান্ধরা ভেতরে ভেতরে খুবই উৎফুল্ল। তারা আশায় রয়েছে সেখান থেকে টাকা আসবে, অস্ত্র আসবে আর দেশে তারা অস্থিতিশীলতা সৃষ্টি করবে। কিন্তু আওয়ামী লীগ তাদের সব ষড়যন্ত্র ও অপতৎপরতা শক্ত হাতে মোকাবিলা করবে।’

রোববার (২৬ সেপ্টেম্বর) টাঙ্গাইলের জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বিএনপি ও স্বাধীনতাবিরোধী শক্তি বাধাগ্রস্ত করতে চায়।  তারা অতীতের মতো এখনও অপতৎপরতায় ও ষড়যন্ত্রে লিপ্ত।’

মিথ্যাচার করে বিএনপি যাতে কোনোদিন ক্ষমতায় আসতে না পারে এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান কৃষিমন্ত্রী।

আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি সবসময় মিথ্যাচার ও ইতিহাস বিকৃতি করে ক্ষমতায় এসেছে।  বিএনপি শুরু থেকেই জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় এসেছে।  বিএনপির এই মিথ্যাচার ও ষড়যন্ত্র এখনও চলছে, আগামীদিনেও হবে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ’

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে সভায় অরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছোট মনির, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু, আতাউর রহমান খান, হাসান ইমাম খানসহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

কাওছার/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়