ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তুরস্কে বাংলাদেশিসহ ২৫৪ জন অভিবাসন প্রত্যাশী আটক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ২৬ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২২:১৭, ২৬ সেপ্টেম্বর ২০২১
তুরস্কে বাংলাদেশিসহ ২৫৪ জন অভিবাসন প্রত্যাশী আটক

তুরস্কে বাংলাদেশিসহ ২৫৪ জন অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে। অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। রোববার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, অনিয়মিত অভিবাসীরা এজিয়ান সাগরে নোঙ্গর করা একটি জাহাজে উঠছে বলে খবর পায় পশ্চিম মুগলা প্রদেশের ফেথিয়ে জেলার স্থানীয় একটি বাহিনী। তারা বিষয়টি কোস্টগার্ডকে জানায়। পরে কোস্টগার্ড অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করে প্রাদেশিক অভিবাসন অফিসে পাঠায়। মানবপাচারের এই ঘটনার সঙ্গে সম্পৃক্তদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

আটককৃতদের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, সিরিয়া ও পাকিস্তানের নাগরিক রয়েছে। তবে কোন দেশের কতজন নাগরিক রয়েছে তা জানা যায়নি তুর্কি কর্মকর্তারা।

অবৈধভাবে ইউরোপে প্রবেশের জন্য পাচারকারীদের কাছে একটি জনপ্রিয় ট্রানজিট পয়েন্ট হচ্ছে তুরস্ক। অভিবাসীদের স্রোত ঠেকাতে ইতোমধ্যে দেশটির সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়