ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাজার মূলধন কমেছে ২৮ হাজার ৮৪৫ কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ২৭ নভেম্বর ২০২১  
বাজার মূলধন কমেছে ২৮ হাজার ৮৪৫ কোটি টাকা

দেশের পুঁজিবাজার গেল সপ্তাহে বেশ ধীরগতিতে ছিলো। এ সময় বাজারে সবগুলো সূচকই ছিলো পতনমুখি। এ সময় কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ২৮ হাজার ৮৪৫ কোটি টাকা। 

শনিবার (২৭ নভেম্বর) সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। 

তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিলো ৫ লাখ ৬১ হাজার ৭৮ কোটি ৫৬ লাখ ১৭ হাজার টাকা। সপ্তাহের শেষে তা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৬ হাজার ৯৭ কোটি ৩৫ লাখ ৬৭ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১৪ হাজার ৯৮১ কোটি ২০ লাখ ৪৯ হাজার টাকা। 

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৯০ হাজার ১৬৫ কোটি ১৪ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৩০১ কোটি ৬ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে মূলধন কমেছে ১৩ হাজার ৪৬৪ কোটি ৮ লাখ টাকা। আলোচ্য সময়ে দুই স্টক এক্সচেঞ্জে বা পুরো পুঁজিবাজারে মূলধন কমেছে ২৮ হাজার ৮৪৫ কোটি  টাকা।  

গেলো সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ৩০৬ কোটি ২৫ লাখ ৫ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৬ হাজার ৯৯২ কোটি ৬১ লাখ ৮৪ হাজার টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে লেনদেন কমেছে ৬৮৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার টাকা বা ৯.৮২ শতাংশ। 

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৫২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৪২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯২ পয়েন্ট কমে ২ হাজার ৬০২ পয়েন্টে অবস্থান করছে। 

ডিএসইতে গেলো সপ্তাহে ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৪৯টির, কমেছে ৩১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার ও ইউনিট দর। 

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে ২৬১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৫২ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে। 

সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৮ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩৯৯ পয়েন্ট কমে ১২ হাজার ৬০ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪৩০ পয়েন্ট কমে ১৪ হাজার ১১৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ৫২৫ পয়েন্টে অবস্থান করছে। 

সিএসইতে গেলো সপ্তাহে ৩৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৫৫টির, কমেছে ২৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির শেয়ার দর।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়