ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জীবনসঙ্গী খুঁজতে বিলবোর্ডে বিজ্ঞাপন

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ৬ জানুয়ারি ২০২২   আপডেট: ১৬:৪০, ৬ জানুয়ারি ২০২২
জীবনসঙ্গী খুঁজতে বিলবোর্ডে বিজ্ঞাপন

সঠিক ও মন মতো জীবনসঙ্গী বেছে নিতে ম্যারেজ মিডিয়া কিংবা বিভিন্ন ডেটিং অ্যাপের শরণাপন্ন হন অনেকেই। কিন্তু যুক্তরাজ্যের এক ব্যক্তি করে বসেছেন এক অদ্ভুত কাণ্ড। জীবনসঙ্গী খুঁজতে রীতিমতো বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়েছেন তিনি।

নতুন বছরের শুরু থেকে রাস্তার পাশে বড় করে বিলবোর্ডটি অনেকেরই চোখে পড়ে। প্রথম দেখায় অনেকেই এটি ঠাট্টা মনে করছিলেন। কিন্তু একটু চোখ বুলানোর পরই সকলের ভুল ভাঙে কারণ নিচে ওই ব্যক্তি তার ওয়েবসাইটের ঠিকানাও উল্লেখ করেছেন। পাশাপাশি লিখেছেন, ‘আমাকে অ্যারেঞ্জ ম্যারেজ থেকে বাঁচান।’

এ প্রসঙ্গে মুহাম্মদ মালিক নামের এই ব্যক্তি তার ওয়েবসাইটে লিখেছেন, ‘আমি এখনো মনের মতো কোনো মেয়ে পাইনি। এটি খুবই কঠিন। এজন্য চোখে পড়ার মতো বিলবোর্ড স্থাপন করতে হয়েছে।’

২৯ বছর বয়সী এই ব্যক্তি আরো লিখেছেন, ‘আমার জীবনসঙ্গীকে অবশ্যই ২০ বছর বয়সী মুসলিম নারী হতে হবে। যে দ্বীন মেনে চলার চেষ্টা করবে। সম্প্রদায় নিয়ে কোনো সমস্যা নেই। তবে যেহেতু আমি পাঞ্জাবি পরিবারে বড় হয়েছি, সেই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে।’

পাকিস্তানি বংশোদ্ভূত বাবা-মায়ের একমাত্র সন্তান মালিক। তাই স্ত্রীকে তার মা-বাবার দেখাশোনা করতে হবে। বিলবোর্ডে অ্যারেঞ্জ ম্যারেজ থেকে তাকে বাঁচাতে বললেও মোটেও এই প্রথার বিপক্ষে নন তিনি। তার দাবি, ‘প্রথমে নিজ থেকে কাউকে খুঁজে পেতে চাই। আমি মনে করি, এখনো অনেক দেশে অ্যারেঞ্জ ম্যারেজের প্রথা রয়েছে। শুধু তাই নয়, অনেক সমীক্ষায় দেখা গেছে— অ্যারেঞ্জ ম্যারেজের বহু উপকারীও রয়েছে।’

পেশায় ব্যাংক কনসালটেন্ট এই ব্যক্তি বিলবোর্ড স্থাপনের পর বেশ সাড়াও পেয়েছেন। শত শত মেসেজ পাচ্ছেন তিনি। কিন্তু সেগুলো দেখার সময় পাচ্ছেন না মুহাম্মদ মালিক। বিবিসি নিউজকে তিনি বলেন, ‘এজন্য আমাকে আলাদা সময় বের করতে হবে। এ বিষয়ে এখনো কিছু ভাবিনি।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়