ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চীনে কমেছে শিশু জন্মহার 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ১৭ জানুয়ারি ২০২২  
চীনে কমেছে শিশু জন্মহার 

চীনের জনসংখ্যা বৃদ্ধির হার গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এতে সামনের দিনগুলোয় দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে এক ভয়াবহ সংকটের মুখোমুখি হতে যাচ্ছে চীন।

সোমবার (১৭ জানুয়ারি) দেশটির জাতীয় পরিসংখ্যার ব্যুরোকে উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

আল-জাজিরা প্রকাশিত এক খবরে বলা হয়, ২০২১ সালে চীনের মূল ভূখন্ডে শিশু জন্মের হার ছিলে ৭ দশমিক ৫২। ১৯৪৯ সাল থেকে চীনের স্টাটিস্টিকস ব্যুরো শিশু জন্মহারের তথ্য সংগ্রহ করতে শুরু করে। ২০২১ সালে চীনে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল মাত্র ০.০৩৪ শতাংশ। যা ১৯৬০ সালের পর সবচেয়ে কম।

চীনের জাতীয় পরিসংখ্যার ব্যুরো জানায়, দেশটিতে ২০২০ সালে ১ কোটি ২০ লাখ শিশু জন্ম নেয়। কিন্তু এ সংখ্যা ২০২১ সালে এসে অনেকটাই কমে গেছে। সে সময় জন্ম নেওয়া শিশুর সংখ্যা ছিল ১ কোটি ৬২ লাখ। ২০২০ সালে জন্মহার ছিল প্রতি হাজারে ৮ দশমিক ৫২ জন। এক বছরের মাথায় সেটি কমে ৭ দশমিক ৫২-এ পৌঁছেছে।

চীন এক দশক ধরে ‘এক সন্তান’ নীতি চালু রাখার পর ২০১৬ সালে তা পরিবর্তন করে। সে সময় দম্পতিদের দুই সন্তান নেওয়ার অনুমতি দেওয়া হয়। দেশটির কর্মক্ষম লোকের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কায় এ অনুমতি দেওয়া হয়। তবু দেশটির বয়স্ক জনগোষ্ঠী বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে আশানুরূপ হারে জনসংখ্যা বাড়েনি।

সূত্র: আল-জাজিরা

মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়