ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

নতুন লবণ নীতিমালার খসড়া অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ১৭ জানুয়ারি ২০২২  
নতুন লবণ নীতিমালার খসড়া অনুমোদন

ফাইল ফটো

লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে নতুন নীতিমালা করছে সরকার। এ লক্ষ্যে ‘জাতীয় লবণ নীতিমালা-২০২২’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘দক্ষিণাঞ্চল, বিশেষ করে উপকূলীয় জেলাগুলোর অনেকগুলোতে ট্র্যাডিশনাল সিস্টেমে লবণ চাষ হচ্ছে। সেটার মডিফিকেশন দরকার। আশা করছি, ২০২০-২৫ মেয়াদি এ নীতিমালা বাস্তবায়ন করলে আমরা লবণ উৎপাদনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করব এবং লবণের ঘাটতি হবে না।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অপরিশোধিত লবণের মান এবং মাত্রা নির্ধারণ করতে হবে। ঈদুল আজহার সময় চামড়াগুলো যেন সংরক্ষণ করতে পারি, সেজন্য পর্যাপ্ত লবণের ব্যবস্থা করতে হবে। লবণের মান এবং আয়োডিনের পরিমাণ নিশ্চিত করতে হবে। সেজন্য লবণশিল্প জরিপ করতে হবে। তার ফলের ভিত্তিতে পদক্ষেপগুলো নিতে হবে।’

নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়