ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে দুপুর থেকে আমরণ অনশন

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৪, ১৯ জানুয়ারি ২০২২  
উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে দুপুর থেকে আমরণ অনশন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। নতুন করে কর্মসূচি ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১২টার মধ্যে উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে দাবি না মানা পর্যন্ত আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার রাত ১০টায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে মোহাইমিনুল বাশার নামের এক শিক্ষার্থী তাদের কর্মসূচি ঘোষণা করেন।

মঙ্গলবার রাত ১০টায় সংবাদ সম্মেলন আহ্বান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আলোচনার প্রস্তাব নাকচ করে দেয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল ও শিক্ষক সমিতি পৃথকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সাথে সমঝোতা করার চেষ্টা করে। শিক্ষার্থীরা আওয়ামী লীগ নেতৃবৃন্দের বক্তব্য শুনলেও শিক্ষকদের সাথে কোন আলোচনায় বসেনি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। বেগম সিরাজুন নেসা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগ পরবর্তীতে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার পর এই আন্দোলন এক দফা দাবিতে পরিণত হয়েছে। সর্বশেষ ভিসির বাস ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীরা।

নূর/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়