ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নাহিদার স্পিন বিষে নীল কেনিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১৯ জানুয়ারি ২০২২   আপডেট: ১৫:৫৬, ১৯ জানুয়ারি ২০২২
নাহিদার স্পিন বিষে নীল কেনিয়া

মালয়েশিয়ার পর কেনিয়াকেও গুঁড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা। কমনওয়েথ গেমস ২০২২ এর বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে নাহিদা আক্তারের বোলিংয়ে ১২.৪ ওভারে মাত্র ৪৫ রানে অলআউট কেনিয়া। তার আগে ব্যাটিং বিপর্যয় সামাল দিয়ে ৬ উইকেটে ১২৫ রান করেন নিগার সুলতানারা। ৮০ রানে জয় পায় বাংলাদেশ।

বুধবার (১৯ জানুয়ারি) কুয়ালালামপুরের কিনরারা অ্যাকাডেমি ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ষষ্ঠ ওভারে মারসিলিন ওচিয়েংয়ের জোড়া আঘাত আর কুইন্টর আবেল নবম ওভারে পরপর দুই বলে উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে রাখেন।

প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে কেবল ওপেনার মুর্শিদা খাতুন (২৬) দুই অঙ্কের ঘরে রান করেন। এই বিপর্যয় বাংলাদেশ কাটিয়ে ওঠে সালমা খাতুন ও রিতু মনির দারুণ জুটিতে। তারা ১১ ওভার একসঙ্গে জুটি গড়ে অপরাজিত ছিলেন, যোগ করেন ৭৫ রান। সপ্তম উইকেটে এটি বিশ্ব রেকর্ড। ২০১৯ সালে উগান্ডার বিপক্ষে তাঞ্জানিয়ার মনিকা প্যাস্কেল ও নাসরা সাইদির ৭২ রানের জুটিকে পেছনে ফেলেছেন তারা। সালমা ৩২ বলে ৩৩ ও রিতু মনি ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন।

আবেল সর্বোচ্চ ৩ উইকেট নেন, ওচিয়েং পান দুটি উইকেট।

২০ ওভারে ১২৬ রানের লক্ষ্যে নেমে নাকানিচুবানি খায় কেনিয়ার ব্যাটসম্যানরা। প্রথম তিন ওভারে ১২ রানের মধ্যে নেই ৩ উইকেট। তারপর নাহিদার স্পিন জাদু। সপ্তম ওভারে অধিনায়ক মার্গারেট এনগোচেকে এলবিডাব্লিউ করেন। নবম ওভারে জোড়া আঘাতে এস্থার ওয়াচিরা ও ওচিয়েংকে ফেরান নাহিদা। পরের দুই ওভারে শেষটিসহ আরো দুটি উইকেট নেন। ১৩তম ওভারে ল্যাভেন্ডাহ ইদাম্বোকে ফিরতি ক্যাচ ধরে টি-টোয়েন্টিতে প্রথমবার পাঁচ উইকেটের মালিক হন তিনি। কেনিয়ার ইনিংস সেরা ব্যাটসম্যান শ্যারন জুমা (২৪) কেবল দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন

৪ ওভারে ১২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাহিদা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে এটাই সেরা বোলিং। আগের সেরা পারফরম্যান্স ছিল পান্না ঘোষের, ২০১৮ সালে উটরেখটে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন এই পেসার। 

আগামী রবিবার স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। পরের দিন শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ। পাঁচ দলের এই রাউন্ড রবিন লিগের শীর্ষ দলটি পাবে কমনওয়েলথ গেমসের টিকিট। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে বাংলাদেশ।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়