ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শাবিপ্রবি শিক্ষার্থীদের অনশন শুরু, মাঠে শিক্ষকরাও 

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ১৯ জানুয়ারি ২০২২   আপডেট: ১৩:১৪, ১৯ জানুয়ারি ২০২২
শাবিপ্রবি শিক্ষার্থীদের অনশন শুরু, মাঠে শিক্ষকরাও 

ভিসির বক্তব্যের প্রতিবাদে শাবিপ্রবির প্রধান ফটকে প্লাকার্ড নিয়ে অবস্থান নেয় কয়েকজন শিক্ষক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করায় আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ কর্মসূচি শুরু করেন তারা। 

এদিকে মাঠে নেমেছেন শাবিপ্রবি’র শিক্ষকরা। আজ সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্লাকার্ড নিয়ে কয়েকজন শিক্ষককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লায়লা আশরাফুন এতে নেতৃত্ব দিচ্ছেন।

অপরদিকে শাবিপ্রবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। আজ (বুধবার) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের গোলচত্বরে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। সে সময় তারা ভিসিকে দুপুর ১২টার মধ্যে পদত্যাগের করার আহ্বান জানান। পদত্যাগ না করলে আমরণ অনশন করার ঘোষণা দেন তারা। 

এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের আয়োজন করে। সে সময় শিক্ষার্থীদের পক্ষে মোহাইমিনুল বাশার নামের এক শিক্ষার্থী বুধবার ১২টার মধ্যে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে সেচ্ছায় পদত্যাগেরে আল্টিমেটাম দেন। পদত্যাগ না করলে বুধবার দুপুর ১২টা থেকে আমরণ অনশন কর্মসূচী ঘোষণা করেন তিনি। 

মঙ্গলবার গভীর রাত পর্যন্ত উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। হলের ডাইনিং বন্ধ থাকায় আন্দোলনে অংশ নেওয়া ছাত্রীরা রাতে ক্যাম্পাসে নিজেরা রান্না করে খাবার খান। 

আন্দোলনে নেতৃত্বদানকারীদের অন্যতম মোহাইমিনুল বাশার জানান, ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ করে ক্যম্পাস ত্যাগ করবেন বলে শিক্ষার্থীরা প্রত্যাশা করছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। বেগম সিরাজুননেসা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগসহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন তারা। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা হয়। এরপর আন্দোলন ভিসির পদত্যাগের একদফা দাবিতে পরিণত হয়।

নূর আহমদ/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়