ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পবিপ্রবিতে পুষ্টি ও স্বাস্থ্যবিধি বিষয়ক সেমিনার 

পবিপ্রবি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ১৯ জানুয়ারি ২০২২  
পবিপ্রবিতে পুষ্টি ও স্বাস্থ্যবিধি বিষয়ক সেমিনার 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুষ্টি ও স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনামূলক সেমিনার হয়েছে। 

মঙ্গলবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সেমিনার হয়। ওয়ার্ল্ডফিশের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে অর্থায়ন করেছে ইউএসএআইডি বাংলাদেশ এবং সহযোগিতায় ছিল ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার অ্যাক্টিভিটি। 

প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ডফিশের পুষ্টি বিশেষজ্ঞ আবু হাসান আলী, পবিপ্রবি ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. এ.বি সিদ্দিক, কমিউনিটি হেলথ অ‌্যান্ড হাইজিন ডিপার্টমেন্টের চেয়ারম্যান লিটন চন্দ্র সেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময়ে বরিশাল বিভাগের নিউট্রি-চ্যাম্পস বিজয়ী শেফস মফিদুল ইসলাম নোমান এবং ফারিয়া জামান স্বৈতী উপস্থিত শিক্ষার্থীদের সঠিক উপায়ে মাছ ও সবজির পুষ্টিগুণ ঠিক রেখে রান্না করার নিয়মাবলি শেখান এবং মাছ খাওয়ার অভ্যাস বাড়ানোর জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন। এছাড়াও কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ে সচেতন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ডফিশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. এমদাদ হোসেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

আনিসুর/মাহি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়