ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিএনপিকে ‘সোজা পথে’ আসার আহ্বান কাদেরের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ২২ মে ২০২২  
বিএনপিকে ‘সোজা পথে’ আসার আহ্বান কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (ফাইল ফটো)

সরকার পরিবর্তন করতে চাইলে নির্বাচনই একমাত্র পথ, এ কথা উল্লেখ করে বিএনপিকে ‘সোজা পথে’ আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ’সরকার পরিবর্তনের একমাত্র উপায় নির্বাচন। নির্বাচনে আসেন। শেখ হাসিানার সৎ সাহস আছে; তিনি বলেছেন, আমি যদি হেরে যাই, চলে যাব। আপনারা নির্বাচনে আসেন, জেতেন; কে নিষেধ করেছে? আসবেন তো এত পানি ঘোলা করছেন কেন?’

রোববার (২২ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপির মহাসচিবের উদ্দেশে তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেব চিৎকার-চেঁচামেচি করে লাভ নেই। নির্বাচন ছাড়া ক্ষমতা ছাড়ার অন্য কোনো বিকল্প পথ নেই। কাজেই সরকার পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে। সোজা পথে আসেন, বাঁকা পথে গেলে হবে না। নিজেদের জনপ্রিয়তা যা ছিল, আগুনসন্ত্রাস করে সেটাও হারিয়েছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুকন্যাকে নিয়ে আমরা গর্ব বোধ করি। তিনি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক। তার বিরুদ্ধে ১৩ বছর ধরে কত আন্দোলনের ডাক, কত ষড়যন্ত্র, কত সন্ত্রাস। যারা ভূমি অফিসে আগুন দেয়, বিদ্যুৎকেন্দ্রে আগুন দেয়, এরা কি দেশপ্রেমিক?

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘সন্ত্রাসী কাকে বলেন? সন্ত্রাসী তো আপনারা। আগুনসন্ত্রাসের হোতা বিএনপি। এদেশের মানুষ ভুলে যায়নি। কত মানুষকে আগুনে পুড়িয়েছে।’

‘বিএনপির দাবিতে শেখ হাসিনা পদত্যাগ করবে কেন? পদ্মা সেতু নির্মাণের জন্য পদত্যাগ করবেন? এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য পদত্যাগ করবেন? মেট্রোরেল নির্মাণের জন্য পদত্যাগ করবেন? বাংলাদেশকে পরমাণু বিশ্বে সদস্য করার  জন্য পদত্যাগ করবেন? ভারতের সঙ্গে সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য পদত্যাগ করবেন? ছিটমহল সমস্যার শান্তিপূর্ণ সমাধান যিনি করেন, তিনি কি পদত্যাগ করবেন? বাংলাদেশের মতো আরেক বাংলাদেশ, সুনীল সমুদ্র বিজয় যিনি করেছেন, তিনি পদত্যাগ করবেন? তিনি সারা বাংলার প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌছে দিয়েছেন, তিনি কি পদত্যাগ  করবেন? জনগণ কি তার পদত্যাগ চায়? বিএনপির কথায় শেখ হাসিনা পদত্যাগ করবে না।’

আন্দোলনে ও নির্বাচনে ব্যর্থ বিএনপির নেতাদের ‘টপ টু বটম’ পদত্যাগ করা উচিত, মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার সফলতা আছে। তারা (বিএনপি নেতারা) ব্যর্থ। ব্যর্থতার জন্য তারা পদত্যাগ করবেন। সফল প্রধানমন্ত্রী, তিনি বাংলার জনগণের ইচ্ছায় ক্ষমতায় আছেন। এখন জনপ্রিয়তা ৯০ ভাগ। জনপ্রিয়তার তুঙ্গে আছেন। সারাবিশ্বে প্রশংসিত হয়েছেন, প্রশংসিত হচ্ছেন।’

মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন— আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর প্রমুখ।

পারভেজ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়