ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কেন পানি দিয়ে হাইড্রোজেন পার-অক্সাইডের আগুন নেভানো যায় না?

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ৫ জুন ২০২২   আপডেট: ১৯:২০, ৫ জুন ২০২২
কেন পানি দিয়ে হাইড্রোজেন পার-অক্সাইডের আগুন নেভানো যায় না?

চট্টগ্রামের সীতাকুণ্ডে শনিবার রাতে একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন লাগে। এরপর ঘটে বিস্ফোরণ। ফায়ার সার্ভিস জানিয়েছে, ডিপোটির কনটেইনারে হাইড্রোজেন পার-অক্সাইড নামের রাসায়নিক পদার্থ ছিল। যার কারণেই এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই রাসায়নিক পদার্থটিকে নিয়ে অনেকের মনেই কৌতূহল তৈরি হয়েছে। তারা জানতে চান কেন হাইড্রোজেন পার-অক্সাইড বিস্ফোরিত হলো? এই রাসায়নিকের আগুন কেন পানি দিয়ে কেন নেভানো যাচ্ছে না? জানুন হাইড্রোজেন পার-অক্সাইডের আদ্যোপান্ত।

হাইড্রোজেন পার-অক্সাইড কী?

হাইড্রোজেন পার-অক্সাইড একটি রাসায়নিক যৌগ। বিশুদ্ধ অবস্থায় এটি বর্ণহীন তরল। নানা কাজেই এর ব্যবহার রয়েছে। খুবই হালকা ঘনত্বের হাইড্রোজেন পার-অক্সাইড আপনার বাথরুম পরিষ্কার করা থেকে শুরু করে, কাপড় থেকে দাগ দূর করা, আপনার দাঁত সাদা করা সবকিছুর জন্য ব্যবহার করা যেতে পারে। নানা কাজে এই রাসায়নিক ব্যবহার হয়ে থাকলেও, সঠিকভাবে ব্যবহার না করলে এটি বিপজ্জনক হতে পারে। বিশেষ করে, এর উচ্চ ঘনত্ব বিপজ্জনক।

হাইড্রোজেন পার-অক্সাইড উচ্চ ঘনত্বে একটি আক্রমণাত্মক অক্সিডাইজার এবং এটি মানুষের ত্বক সহ অনেক উপাদানকে ক্ষয় করে।

হাইড্রোজেন পার-অক্সাইড কী দাহ্য পদার্থ?

হাইড্রোজেন পার-অক্সাইড দাহ্য পদার্থ নয়, তবে কিছুক্ষেত্রে এটি আগুনের তীব্রতা ঘটাতে পারে। এটি নিজ থেকে আগুন জ্বালাবে না, তবে অন্যান্য পদার্থের সঙ্গে মিলিত হলে আগুনের ঝুঁকি হতে পারে। বিশেষ করে, হাইড্রোজেন পার-অক্সাইড যদি বিশুদ্ধ বা মিশ্রিত আকারে হয় তাহলে বিভিন্ন ঝুঁকি সৃষ্টি করতে পারে, প্রধানটি হলো এটি জৈব যৌগের সংস্পর্শে বিস্ফোরক মিশ্রণ তৈরি করে। 

হাইড্রোজেন পার-অক্সাইড নিজে আগুনের জ্বালানি হিসেবে কাজ করে না কিন্তু এটি আগুনকে তীব্র করে তুলতে পারে। হাইড্রোজেন পার-অক্সাইডের সঙ্গে সম্পর্কিত আগুনের বিপদগুলো বুঝার জন্য আগে আগুনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো জানা জরুরি।

যেকোনো ধরনের আগুনের ৩টি জিনিস প্রয়োজন: তাপ, জ্বালানি এবং অক্সিজেন। আগুন লাগার জন্য এবং জ্বলতে থাকা চালিয়ে যাওয়ার জন্য সঠিক পরিমাণে এই তিনটি জিনিসেরই প্রয়োজন। এই উপাদানগুলোর যেকোনো একটি সরানো হলে আগুন নিভে যাবে। মূলত এভাবেই আগুন নিয়ন্ত্রণ করা হয় এবং নিভিয়ে ফেলা হয়। 

হাইড্রোজেন পার-অক্সাইড নিজে আগুন সৃষ্টি না করলেও, এটি একটি অক্সিডাইজার হিসেবে কাজ করে। অক্সিডাইজার হলো একটি রাসায়নিক যা অক্সিজেন বা অন্যান্য উপাদান (ফ্লোরিন বা ক্লোরিন) যোগ করে। যার মানে হলো, অক্সিজেন ছাড়াই আগুন জ্বলতে পারে যদি একটি অক্সিডাইজার উপস্থিত থাকে। অর্থাৎ অক্সিডাইজারগুলো আগুনকে ব্যাপকভাবে তীব্র করতে পারে এবং এমনকি বিস্ফোরণ ঘটাতে পারে। এ কারণে হাইড্রোজেন পার-অক্সাইডের অক্সিজেন আগুনের তীব্রতা বাড়াতে পারে এবং পর্যাপ্ত জ্বালানি এবং তাপ থাকলে আগুন জ্বলার সম্ভাবনা বেশি করে।

এটা কী বিস্ফোরক?

হাইড্রোজেন পার-অক্সাইডকে সরাসরি বিস্ফোরক তালিকায় রাখা না হলেও ক্ষতি করার অসীম ক্ষমতা রয়েছে এর। মূলত ঘনত্বের ওপর নির্ভর করে এর প্রতিক্রিয়া খুব ভিন্ন হতে পারে। উচ্চ ঘনত্বে, হাইড্রোজেন পার-অক্সাইডের প্রকৃতপক্ষে বিস্ফোরক প্রতিক্রিয়া হতে পারে।

কেন পানি দিয়ে হাইড্রোজেন পার-অক্সাইড কারণে লাগা আগুন নেভানো যায় না? 

হাইড্রোজেন পার-অক্সাইড কারণে লাগা আগুন পানি দিয়ে নেভানো যায় না। বরং এতে আগুনের মাত্রা আরও বাড়ে। রাসায়নিকের কারণে লাগা আগুন নেভাতে হয় ফগ সিস্টেমে। কিংবা ব্যবহার করা হয় ফোম কিংবা ড্রাই পাউডার জাতীয় অগ্নি নির্বাপণ যন্ত্র। এ কারণে পানির সাহায্যে এই আগুন নেভানো সম্ভব নয়।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়