ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বাউবি’র এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ওরিয়েন্টেশন 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ১৪ জুন ২০২২  
বাউবি’র এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ওরিয়েন্টেশন 

বাংলাদশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ডিগ্রি ইউনিট কর্তৃক এমফিল ও পিএইচডি গবেষকদের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৩ এপ্রিল) বাউবি’র প্রা-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউবি’র  উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। 

সৈয়দ হুমায়ুন আখতার বলেন, `গবেষণা নতুনত্বের উন্মেস ঘটায়। বিভিন্ন তথ্য-উপাত্ত থেকে অর্জিত জ্ঞান ও গবেষণা হচ্ছে উচতর শিক্ষার ভিত্তি। গবেষণার মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিনিয়ত নতুন কিছুর আবিস্কার করবে।’ 

তিনি গবেষকদের তথ্য উপাত্ত ও লিটারেচার সঠিক বিশ্লষণ করে সিদ্ধান্তে পৌঁছানোর আহবান জানান ।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু ও ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, বিশ্ববিদ্যালয়র রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, অধ্যাপক ড. মো. মোহসীন উদ্দিনসহ ওরিয়টশন প্রোগ্রামের ২০ জন গবেষক। 

রেজাউল/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়