ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আলালকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ২৬ জুন ২০২২  
আলালকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে চাইলে সেক্ষেত্রে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৬ জুন) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও এসএম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

পাশাপাশি আলালকে বিদেশ যাওয়ার অনুমতি না দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। পরবর্তী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের এ ব্যাপারে জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রোববার (২৬ জুন) আলালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। তিনি জানান, গত ১২ জুন কিডনি সংক্রান্ত জটিলতার কারণে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন থেকে আলালকে বাধা দেওয়া হয়। সেদিন বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা করার পরও তিনি ভারত যেতে পারেননি। তাকে অসুস্থ শরীরে আবারও বাসায় ফিরে আসতে হয়।

বিএনপির এই নেতাকে চিকিৎসার জন্য বাইরে যেতে বাধা দেওয়ার বিষয় নিয়ে তিনি গত ১৪ জুন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। তারই পরিপ্রেক্ষিতে আজ হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও এসএম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

/মেয়া/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়