ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাশিয়ার জোটে যোগ দিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ২৮ জুন ২০২২  
রাশিয়ার জোটে যোগ দিচ্ছে ইরান

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট ব্রিকসে যোগ দিতে আবেদন করেছে ইরান। মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীনের চমকপ্রদ উত্থানকে বর্ণনা করার জন্য ২০০১ সালে গোল্ডম্যান শ্যাসের অর্থনীতিবিদ জিম ও'নিল প্রথম ব্রিক শব্দটি ব্যবহার করেছিলেন। ২০০৯ সালে রাশিয়ায় ব্রিক শক্তিগুলোর প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল। দক্ষিণ আফ্রিকা ২০১০ সালে জোটে যোগ দিলে এর নাম হয় ব্রিকস।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ব্রিকস জোটে ইরানের সদস্যপদ ‘উভয় পক্ষের জন্য মূল্যবোধ বৃদ্ধি করবে।’

রাশিয়া জানিয়েছে, আর্জেন্টিনাও জোটে যোগদানের জন্য আবেদন করেছে। তবে এ ব্যাপারে আর্জেন্টিনা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ব্রিকস জোটের সদস্য হিসেবে দুই দেশ আবেদন করছে উল্লেখের মাধ্যমে রাশিয়া পশ্চিমাদের এটাই বোঝাতে চাইছে যে, নিষেধাজ্ঞা দিলেও মস্কো এখন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন নয়। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘হোয়াইট হাউজ যখন ভাবছে বিশ্বে আর কী বন্ধ করতে হবে, নিষিদ্ধ বা লুণ্ঠন করতে হবে, সেই সময় আর্জেন্টিনা ও ইরান ব্রিকসে যোগদানের জন্য আবেদন করেছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়