ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সেনেগালে নৌকায় আগুন লেগে ১৪ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ২৯ জুন ২০২২   আপডেট: ১১:১৮, ২৯ জুন ২০২২
সেনেগালে নৌকায় আগুন লেগে ১৪ অভিবাসীর মৃত্যু

দক্ষিণ সেনেগালে একটি নৌকায় আগুন লেগে ১৪ অভিবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় একজন মেয়র এবং একজন স্বাস্থ্য কর্মকর্তা মঙ্গলবার এ কথা জানান।

সোমবার আগুন লাগার পর কাসামান্সের উপকূলীয় শহর কাফাউন্টাইনের মেয়র ডেভিড দিয়াট্টা বলেন, আমরা ১৪টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

শহরের প্রধান নার্স বুরামা ফাবোর বলেছেন, ২১ জন আহত হয়েছেন। নৌকাটিতে প্রায় ১৪০ জন লোক ছিল, যাদের শনাক্ত করা সম্ভব হয়েছে- তাদের মধ্যে ৯০ জনেক জীবিত উদ্ধার করা হয়েছে।

মেয়র ডেভিড দিয়াট্টা বলেন, বেঁচে থাকা ব্যক্তিরা বলেছেন, যে কারো ধুমপান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যেখানে ধুমপান করা হয় সেখানে জ্বালানি ছিল।

নাইজেরিয়া থেকে গাম্বিয়া হয়ে সেনেগালে আসা এক পিতার বক্তব্য বর্ণনা করে তিনি বলেন, ঘটনায় তিনি ট্রমাটাইজড। তিনি এখনো তার স্ত্রী এবং সন্তানদের খুঁজে পাননি।

সূত্র:  এএফপি, দ্য নিউআরব নিউজ

/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়