ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

স্টক ব্রোকার সনদ পেলো আমাইয়া ও মীর সিকিউরিটিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ২৯ জুন ২০২২  
স্টক ব্রোকার সনদ পেলো আমাইয়া ও মীর সিকিউরিটিজ

স্টক ব্রোকার সনদ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ট্রেকহোল্ডার আমাইয়া সিকিউরিটিজ ও মীর সিকিউরিটিজ। একইসঙ্গে মীর সিকিউরিটিজ স্টক ডিলারের সনদও পেয়েছে।

বুধবার (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ১২ জানুয়ারি স্টক ব্রোকার সনদ পেয়েছে আমাইয়া সিকিউরিটিজ। প্রতিষ্ঠানটির স্টক ব্রোকার রেজিস্ট্রেশন নং-ডিএসই-২৬৮/২০২২/৫৭৭। কোম্পানির তিন ডিজিটের আইডি এএমএ।

এদিকে, গত ২ ফেব্রুয়ারি স্টক ব্রোকার সনদ পেয়েছে মীর সিকিউরিটিজ। প্রতিষ্ঠানটির স্টক ব্রোকার রেজিস্ট্রেশন নং-ডিএসই-২৬৪/২০২২/৫৮৭। প্রতিষ্ঠানটির তিন ডিজিটের আইডি এমআইআর। আর প্রতিষ্ঠানটির স্টক ডিলার রেজিস্ট্রেশন নম্বর-ডিএসই-২৬৪/২০২২/৫৮৮। আর প্রতিষ্ঠানটির ট্রেডিং কোড ডিএলআরএমআইআর।

/তানিম/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়