ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ২৯ জুন ২০২২  
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে

দেশের শেয়ারবাজারে বুধবার (২৯ জুন) সূচকের বেশ উত্থান পতন হয়েছে। তবে দিন শেষে সূচক বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৫০ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসই শরীয়াহ সূচক শূন্য দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া, ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৯৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৭ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১৭২ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। 

ডিএসইতে মোট ৮০৫ কোটি ৬৯ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮১৮ কোটি ৮২ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২০৩ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৯০ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৪৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৯৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত আছে ৪৫ টির। দিন শেষে সিএসইতে ২০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়