ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কোহলিকে পেছনে ফেলে সবচেয়ে বেশি দিন শীর্ষে বাবর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২৯ জুন ২০২২   আপডেট: ১৬:২১, ২৯ জুন ২০২২
কোহলিকে পেছনে ফেলে সবচেয়ে বেশি দিন শীর্ষে বাবর

বর্তমানে সাদা বলের ক্রিকেটের উজ্জ্বল তারকা বাবর আজম। পাকিস্তান অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলকে। ব্যাটে তৈরি হচ্ছে রানের ফোয়ারা। তাতে সবশেষ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষেই আছেন তিনি এবং বিরাট কোহলিকে পেছনে ফেলে এই জায়গায় সবচেয়ে বেশি দিন থাকার নজির গড়েছেন।

এক নম্বরে ভারতের তারকা কোহলির রাজত্ব ছিল ১০১৩ দিন। সেটা ছাপিয়ে গেছেন বাবর। ক্রিকেটের ছোট ফরম্যাটে এক হাজারের বেশি দিন থাকা দ্বিতীয় ব্যাটসম্যান তিনি এবং সেখানে তার অবস্থান বেড়ে দাঁড়িয়েছে ১০৩০তম দিনে।

পাকিস্তানের ওপেনার টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও শীর্ষ ব্যাটসম্যান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিন ফরম্যাটের সবগুলোতে এক নম্বরে থাকার ইচ্ছা প্রকাশ করেন। টেস্টে তার অবস্থান চার নম্বরে। তিন ফরম্যাটেই সেরা দশে থাকা একমাত্র ব্যাটসম্যান বাবর।

বুধবার প্রকাশিত র‌্যাংকিংয়ে খুব বেশি পরিবর্তন আসেনি। শীর্ষ দশে থাকা ভারতের বাঁহাতি ব্যাটসম্যান ইশান কিষাণ এক ধাপ নেমে সপ্তম। আয়ারল্যান্ডের তরুণ ব্যাটসম্যান হ্যারি টেক্টর ভারতের বিপক্ষে দুর্দানত্ ব্যাটিং করে ৫৫ ধাপ লাফিয়ে ৬৬ নম্বরে। দীপক হুদা ৪১৪ ধাপ এগিয়েছেন এবং তার অবস্থান ১০৪তম।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়