ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘পুতিন যদি নারী হতেন...’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ২৯ জুন ২০২২  
‘পুতিন যদি নারী হতেন...’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি নারী হতেন, তাহলে তিনি ইউক্রেন যুদ্ধ শুরু করতেন না। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

জনসন বলেছেন, ‘পুতিন যদি একজন নারী হতেন, যা তিনি স্পষ্টতই নন, তবে তিনি যদি হতেন তবে আমি সত্যিই মনে করি না যে তিনি আক্রমণ ও সহিংসতার যে পাগলামি শুরু করেছেন আদতে তা করতেন।’

তিনি বলেন, ইউক্রেনে পুতিনের আগ্রাসন হল ‘বিষাক্ত পুরুষত্বের একটি নিখুঁত উদাহরণ।’ বিশ্বজুড়ে মেয়েদের জন্য উন্নত শিক্ষা এবং ‘ক্ষমতায়নের’ আহ্বান জানিয়েছেন জনসন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, ‘অবশ্যই জনগণ যুদ্ধের অবসান চায়’, কিন্তু এই মুহূর্তে ‘কোনও চুক্তির সুবিধা পাওয়া যাচ্ছে না। পুতিন শান্তির প্রস্তাব দিচ্ছেন না।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়