ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জমে ওঠার অপেক্ষায় মেরাদিয়া পশুর হাট

নুরুজ্জামান তানিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ৪ জুলাই ২০২২   আপডেট: ১৭:৩১, ৪ জুলাই ২০২২
জমে ওঠার অপেক্ষায় মেরাদিয়া পশুর হাট

জমে ওঠার অপেক্ষায় রাজধানীর মেরাদিয়া কোরবানির পশুর হাট

কোরবানির ঈদ বা ঈদুল আজহা আগামী ১০ জুলাই। এ ঈদকে কেন্দ্র করে রাজধানীতে বসছে কোরবানির পশুর হাট। এর ধারাবাহিকতায় রামপুরা খাল সংলগ্ন ঐতিহ্যবাহী মেরাদিয়া কোরবানির পশুর হাটের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সোমবার (৪ জুলাই) মেরাদিয়া কোরবানির হাট  ঘুরে দেখা গেছে, পশু ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে গরু-ছাগল নিয়ে আসছেন। হাট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থানে রাখা হচ্ছে পশুগুলো। সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ৬ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশু কেনাবেচা শুরু হবে।

শনিবার (২ জুলাই) দিবাগত রাত ১২টার পর থেকে মেরাদিয়া হাটে কোরবানির পশু আনতে শুরু করেছেন ব্যবসায়ীরা। পশুগুলোর মধ্যে অধিকাংশই দেশীয় গরু। ছাগল নেই বললেই চলে। ৬ জুলাইয়ের মধ্যে পশুর হাট পরিপূর্ণ হবে উঠবে বলে প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। তবে, হাটে পশু উঠতে শুরু করলেও ক্রেতা সমাগম অনেকটাই কম। যেসব ক্রেতা হাটে ভিড় করছেন, তারা কেবল পশু দেখছেন, দাম যাচাই করছেন। সার্বিকভাবে এখনও জমে ওঠেনি মেরাদিয়া কোরবানির পশুর হাট।

ব্যবসায়ীরা বলছেন, সোমবার দুপুরে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে পশু নিয়ে বিপাকে পড়তে হচ্ছে। আবহাওয়া খারাপের কারণে ক্রেতা সমাগম কম। আগামী দুই-তিন দিন পর বেচাকেনা জমে উঠবে।

জমে উঠছে রাজধানীর মেরাদিয়া কোরবানির পশুর হাট

মেরাদিয়া পশুর হাটে ঢুকতেই কথা হয় কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসা ব্যবসায়ী মঈন হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘১৪টি গরু এনেছি। ছোট থেকে মাঝারি আকারের গরু আনা হয়েছে। এগুলোর দাম ৮৫ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত। এখনো কোনো গরু বিক্রি হয়নি। আশা করছি, দুই-এক দিনের মধ্যে ক্রেতা বাড়বে এবং বিক্রি শুরু হবে।’

চুয়াডাঙ্গা থেকে গরু এনেছেন ব্যবসায়ী মনির হোসেন। তিনি বলেন, ‘ঘরে পালিত ১১টি গরু নিয়ে হাটে এসেছি। আশা করছি, ভালো দাম পাবো। তবে, হাটে ক্রেতা নেই বললেই চলে। সবাই খালি দাম জানতে চায়, দাম বলে না।’

মেহেরপুর থেকে আসা গরু ব্যবসায়ী মোহাম্মদ লুৎফর বলেন, ‘প্রতিদিন গরুবোঝাই ট্রাক হাটে আসছে। আমরা আজকে (সোমবার) সকালে হাটে এসেছি। আশা করছি, দুই-এক দিনের মধ্যে বেচাকেনা শুরু হবে। এখনও হাট সেভাবে জমে উঠেনি।’

মেরদিয়া হাটের ইজারাদার আওরঙ্গজেব টিটু রাইজংবিডিকে বলেন, ‘কোরবানির পশুর হাটে এখনও গরু-ছাগল সেভাবে আসেনি। অন্যান্য হাটে অনেক গরু এলেও মেরাদিয়া হাটে এখনও পশু কম আছে। আশা করছি, দুই-এক দিনের মধ্যে হাট জমবে। ৬ জুলাই আনুষ্ঠানিকভাবে হাটের কার্যক্রম চালু হবে। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়