ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চারুকলা ইনস্টিটিউটে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ১৬ নভেম্বর ২০২২   আপডেট: ১১:৪৭, ১৬ নভেম্বর ২০২২
চারুকলা ইনস্টিটিউটে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্দোলনরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চবি ক্যাম্পাসে ফেরার দাবিতে বিক্ষোভ করছেন। চারুকলার গেটে তালা দিয়ে বুধবার (১৬ নভেম্বর) সকাল থেকে তারা এই বিক্ষোভ করছেন। একই সঙ্গে শিক্ষার্থীরা ক্লাস বর্জনও অব্যাহত রেখেছেন।

আন্দোলনরত চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী শিহাব শাহরিয়ার জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবিতে আমরা ক্লাস বর্জনসহ আন্দোলন করে আসছি। কিন্তু সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এখন আমরা নগরী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফেরত যাওয়ার জন্য আন্দোলন করছি। আজ ক্লাস বর্জনের পাশাপাশি চারুকলার গেটে তালা দিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। 

চারুকলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী জানান, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্ঠা করছি।

রেজাউল/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়