ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টফি অ্যাপে আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচের দর্শক ১ কোটির বেশি

প্রকাশিত: ২০:৫৪, ২২ নভেম্বর ২০২২   আপডেট: ২১:১৫, ২২ নভেম্বর ২০২২
টফি অ্যাপে আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচের দর্শক ১ কোটির বেশি

১ কোটির বেশি দর্শক আর্জেন্টিনা বনাম সৌদি আরবের মধ্যে রোমাঞ্চকর বিশ্বকাপের ম্যাচটি দেখেছেন টফি অ্যাপে। এটি বাংলাদেশের একটি ডিজিটাল বিনোদন অ্যাপের জন্য একটি রেকর্ড সংখ্যা। টফি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন। 

টফি দেশের একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ফিফা বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং করছে। যেকোনো মোবাইল নেটওয়ার্ক থেকে এই অ্যাপ বিনামূল্যে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ লাইভ দেখার সুবিধা দিচ্ছে। টফি অ্যাপটি গুগল প্লে এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। 

এ ছাড়া টফির ওয়েবসাইটেও https://toffeelive.com বিনামূল্যে বিশ্বকাপ ফুটবলের প্রতিটি ম্যাচ লাইভ দেখার সুবিধা রয়েছে। যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতেও টফিতে বিশ্বকাপ উপভোগ করা যাবে।

টফির পরিচালক আব্দুল মুকিত আহমেদ বলেন, ‘ফুটবল সমর্থকদের কাছ থেকে আমরা যে সাড়া পেয়েছি তা সত্যিই অসাধারণ। দর্শক সংখ্যা বৃদ্ধি প্রতিফলিত করে যে সারা দেশের মানুষ এই মেগা ইভেন্ট দেখার জন্য টফি বেছে নিচ্ছে। আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে উচ্চ মানের স্ট্রিমিং প্রদান করতে থাকব।’

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়