ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘করুণা চাই না, কর্ম করে বাঁচতে চাই’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ৩ ডিসেম্বর ২০২২  
‘করুণা চাই না, কর্ম করে বাঁচতে চাই’

জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মো. সোহেল রানা বলেছেন, ‘দেশে নিবন্ধিত ২৬ লাখ প্রতিবন্ধী মানুষ আছে। আমরা করুণা চাই না, কর্ম করে বাঁচতে চাই।’

৩১তম বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে শনিবার (৩ ডিসেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মো. সোহেল রানা বলেন, ‘প্রতিবন্ধীরা অবহেলিত। সারা বিশ্বে আজ প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে। আমরাও আজ বাংলাদেশে ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করছি।’

দিবসটি উপলক্ষে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বেলা ১১টায় শোভাযাত্রাটি রাজধানীর মিরপুর গোলারটেক মাঠ থেকে শুরু হয়। বিভিন্ন এলাকা ঘুরে বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গিয়ে শেষ হয় এ শোভাযাত্রা।

আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়