ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ১৬ অক্টোবর ২০২৫  
ময়মনসিংহে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

ময়মনসিংহ বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় গত বছরের চেয়ে জিপিএ-৫ ও পাসের হার কমেছে। এবার পাসের হার ৫১.৫৪ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ২ হাজার ৬৮৪ জন। গত বছর পাসের হার ছিল ৬৩.২২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ৮২৬ হাজার জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলনে এ বছরের ফলাফল জানিয়েছেন বোর্ডের পরীক্ষা চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল্লাহ।

তিনি জানান, ময়মনসিংহ বোর্ডের চার জেলার ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ হাজার ৮৫৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৯ হাজার ৯৬ জন। ময়মনসিংহ জেলায় পাসের হার ৫৫.৪৬ শতাংশ, শেরপুর জেলায় ৪৮.৬৯ শতাংশ, জামালপুর ৪৭.৪১ শতাংশ ও নেত্রকোণায় ৪৭.৩৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে ৭৬.৯০, মানবিকে ৪৫.৬৪ ও ব্যবসায় শিক্ষায় ৪১.১২ শতাংশ। এ বোর্ডে শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠান তিনটি ও শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠান ১৫টি। 

ফল প্রকাশের পর ময়মনসিংহের সেরা কলেজগুলোতে উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এ বছর ১ হাজার ৩৬২ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে পাস করেছেন ১ হাজার ৩০২ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৯৮ জন। ফল ঘোষণার পর আনন্দ উল্লাসে মেতে উঠেন শিক্ষক-শিক্ষার্থীরা।

ঢাকা/মিলন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়