ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫ শতাংশ বাড়িভাড়ার আদেশ জারি

শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরবেন, আশা শিক্ষা উপদেষ্টার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ১৯ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:১৯, ১৯ অক্টোবর ২০২৫
শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরবেন, আশা শিক্ষা উপদেষ্টার

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আন্দোলনরত শিক্ষকেরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করে আদেশ জারির পর শিক্ষকেরা শ্রেণিকক্ষে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‘শিক্ষকরা যাতে পুনরায় শ্রেণিকক্ষে ফিরে আসেন এবং শিক্ষা কার্যক্রম সচল থাকে, আমরা সেই প্রত্যাশা করি।’’ 

তিনি আরো বলেন, ‘‘শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের অধিকার রক্ষায় সচেষ্ট। অর্থ মন্ত্রণালয় বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বাড়িভাড়া ভাতা ঘোষণা করেছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে আমাদের আন্তরিক প্রচেষ্টা ছিল।’’ 

অধ্যাপক আবরার বলেন, ‘‘শিক্ষকদের আরো বেশি পাওয়ার অধিকার রয়েছে, তবে সীমিত সম্পদের মধ্যে যেটা সম্ভব, সেটাই করা হয়েছে। আশা করি, শিক্ষক সমাজ দায়িত্বশীলতা দেখিয়ে শ্রেণিকক্ষে ফিরে যাবেন।’’ 

শিক্ষক নেতারা ইতিমধ্যে জানিয়েছেন, ৫ শতাংশ হারে ভাতা ঘোষণাকে তারা প্রত্যাখ্যান করেছেন। তারা তাদের আমরণ অনশন ও অন্যান্য কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

এদিকে অর্থ মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, আগামী নভেম্বর মাস থেকে নতুন বাড়িভাড়া ভাতা কার্যকর হবে। 
 

ঢাকা/এএএম/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়