ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

 কে এই জোহরান মামদানি?  

সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ৫ নভেম্বর ২০২৫   আপডেট: ১১:১৪, ৫ নভেম্বর ২০২৫
 কে এই জোহরান মামদানি?  

জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

নিউইয়র্ক পেলো প্রথম মুসলিম মেয়র। যার নাম জোহরান মামদানি। তিনি ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট দলের একজন নেতা। জোহরান মামদানির জন্ম উগান্ডার কাম্পালায় একটি ভারতীয় পরিবারে। তার বাবা প্রখ্যাত শিক্ষাবিদ মাহমুদ মামদানি এবং মা চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার।

জোহরান মামদানির বয়স যখন পাঁচ বছর, তখন তার পরিবার দক্ষিণ আফ্রিকায় চলে যায় এবং সাত বছর বয়সে তারা নিউ ইয়র্ক সিটিতে বসতি স্থাপন করে। এই সিটিতেই বেড়ে উঠেছেন জোহরান মামদানি।
 
ইংরেজি ছাড়াও, তিনি হিন্দি-উর্দু, বাংলা, স্প্যানিশ এবং চীনা ভাষায় কথা বলতে পারেন, যা তিনি তার নির্বাচনী প্রচারণায় ব্যবহার করেছেন। আমেরিকার রাজনীতিতে রাজনীতিকরা সাধারণত পরিবারের সদস্যদের পাশে রাখেন। সেক্ষেত্রে জোহরান ব্যতিক্রম। এ নিয়ে বিরূপ মন্তব্যও শুনেছেন তিনি। 

আরো পড়ুন:

রামা দুওয়াজি ও জোহরান মামদানি

জোহরান মামদানি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রামা দুওয়াজিকে বিয়ে করেন। রামা একজন আমেরিকান অ্যানিমেটর, চিত্রকর এবং সিরামিস্ট। জোহরান মামদানি মেয়র হওয়ার পরে রামা দুওয়াজি নিজের ইনস্টাগ্রামে বিয়ের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘এর চেয়ে বেশি গর্বিত হওয়ার উপায় নেই!’

জোহরান মামদানি একজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে শ্রমিক শ্রেণির অধিকারের জন্য লড়াই করেন। ট্যাক্সি ড্রাইভারদের ঋণ মুক্তির জন্য অনশন ধর্মঘটেও অংশ নিয়েছিলেন। জোহরান মামদানি তার প্রগতিশীল রাজনৈতিক অবস্থানের কারণে নিউ ইয়র্কের রাজনীতিতে বেশ আলোচিত ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন সম্প্রদায়ের, বিশেষ করে ভারতীয় বাংলাদেশি অভিবাসী সম্প্রদায়ের কাছে বেশ পরিচিত ও জনপ্রিয়। 

একসময়ের আন্ডারডগ থেকে মূল ধারার রাজনীতিকে পরিণত হওয়া এই নেতার অসাধারণ উত্থান দেখলো পৃথিবী। 

সূত্র: দ্য গার্ডিয়ান ও বিবিসি অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়