বিশ্বকাপ শুরু হবে। বিশ্বকাপ শুরু হল। বিশ্বকাপ শেষও হয়ে গেল। সবকিছু এতো দ্রুত হল যে বোঝার উপায় নেই এর মাঝে ঘটে গেছে কতো কিছু!
শিরোনাম চমকে দিতে পারে। ক্রিকেট জন্মভূমিতে নতুন করে ক্রিকেট জাগরণ! রূঢ় সত্য।
এমন একটি রাতের জন্য কত বিনিদ্র রাত কেটেছে ইংল্যান্ডের। বিশ্বকাপের ট্রফি জয়ের মধ্য দিয়ে পূর্ণ হয়েছে স্বপ্ন।
লুজনিকি থেকে লর্ডস। বিধাতা তার সেরা খেলোয়াড়কে জিততে দেন না শ্রেষ্ঠত্বদের মুকুট।
সেদিন রাতে অ্যাডিলেডে ঝড় বয়েছিল কিনা জানা নেই। তবে ইংল্যান্ড দলের ওপর বয়ে গিয়েছিল টর্নেডো!
মার্টিন গাপটিল কাঁদছিলেন। জিমি নিশাম এগিয়ে এসেছিলেন সান্তনা দিতে।
৬০৬ রান ও ১১ উইকেট, অলরাউন্ড পারফরম্যান্সে সাকিব আল হাসান বিশ্বকাপে নিজেকে নতুন করে পরিচিত করেন।
এমন কিছুর জন্য কি ক্রিকেট বিশ্ব প্রস্তুত ছিল? মোটেও না।
ডেভিড ওয়ার্নার স্ট্যান্ডের নিচে দাঁড়িয়ে তিনি। মাঝ ব্যাটে ড্রাইভ করছিলেন। মাথায় ডোরাকাটা টুপি। মুখভর্তি দাঁড়ি। ঘন গোঁফে ঢেকে গেছে ঠোঁট দুটো।
মাঠে খেলছিল ভারত-ইংল্যান্ড, বাইরে ভারতের জন্য গলা ফাটাচ্ছিল বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার সমর্থকরা।
পাক্কা ২০ বছর আগে ক্রিকেটের তীর্থস্থান লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিলেন স্টিভ ওয়াহ্।
কেন উইলিয়ামসনের সবথেকে দূর্বল জায়গা কোনটি? ফাইনালের মঞ্চে মাঠে নামার আগে প্রতিপক্ষ অধিনায়ক এইউন মরগানকে সরাসরি এমন প্রশ্ন করেছিলেন ইংরেজ এক সাংবাদিক।
দুই বিশ্বকাপের মাঝে নিউজিল্যান্ডের অধিনায়ক, কোচ পাল্টেছে শুধু। বিশ্বকাপ মঞ্চে তাদের পারফরম্যান্স কি পাল্টেছে?
অনুশীলন শেষে স্টেডিয়ামের ভেতরে আইসিসি মার্চেন্ডাইস শপে আদীল রশিদ।
ধারাভাষ্যে নাসির হুসেন বললেন, 'বাংলাদেশ টাইগার্স নক্টড ইংল্যান্ড লায়ন্স আউট অব দ্য ওয়ার্ল্ডকাপ।