ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

স্থগিত হল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ১৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্থগিত হল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ

করোনাভাইরাসের প্রভাবে এবার স্থগিত হল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ স্পন্সর্ড বাই ওয়ালটন।

লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এ সিদ্ধান্ত নিয়েছে।
করোনার প্রভাবে স্থবির হয়ে আছে গোটা বিশ্ব। থমকে গেছে ক্রীড়াঙ্গন। আন্তর্জাতিক সূচি, দ্বিপাক্ষিক সফরসহ নানা টুর্নামেন্ট স্থগিত হয়েছে। বন্ধ হয়েছে ঘরোয়া সকল আসর।

খানিকটা ‘ঝুঁকি’ ও বাড়তি সতর্কতা নিয়ে রোববার শুরু হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগ। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরের প্রথম রাউন্ডের দুদিনের খেলা এর-ই মধ্যে শেষ হয়েছে। কিন্তু খেলোয়াড়দের সুরক্ষার কথা ভেবে লিগ বন্ধের সিদ্ধান্ত নিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

অবশ্য প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ‘করোনার কারণে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক খেলাধুলা ও টুর্নামেন্ট স্থগিত থাকবে।’

সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়ায় সিসিডিএমের কিছু করারও নেই। সিসিডিএমের সমন্বয়ক আমিন খান সোমবার বিকেলে রাইজিংবিডিকে বলেছেন, ‘সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে তাতে আমাদের কিছু করার থাকবে না। আমাদের লিগ স্থগিত রাখতে হবে। আবার কবে থেকে শুরু করবো সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। শিগগিরিই আমরা জানিয়ে দেব।’

এর আগে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সরকার থেকে যে নির্দেশনা দেবে আমরা সেটা অনুসরণ করব। শুধু ক্রিকেট নয়, আরও কিছু জিনিস থেমে গেছে। অনিশ্চয়তা চলে এসেছে। অনেক বড় বৈশ্বিক ইভেন্টগুলো স্থগিত হচ্ছে।’

আপাতত দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত করেছে বিসিবি। তবে ভেতরের খবর, ৩১ মার্চের আগে লিগ শুরুর কোনো পরিকল্পনাই নেই সিসিডিএমের।

দুদিন আগে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই), ক্রিকেট অস্ট্রেলিয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের ঘরোয়া সব ধরনের টুর্নামেন্ট স্থগিত করেছে। এবার বাংলাদেশও সেই পথে হাঁটলো।

 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়