ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মিরপুর, ফতুল্লা ও বিকেএসপিতে ঢাকা লিগ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরপুর, ফতুল্লা ও বিকেএসপিতে ঢাকা লিগ

ঢাকা লিগ ফিরেছে ঢাকায়।

১৫ মার্চ থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবথেকে বড় ও জমজমাট আসর। ঢাকার ১২টি ক্লাবের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ম্যাচগুলো হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম ও বিকেএসপিতে।

মাঠ স্বল্পতায় এবং ভালো উইকেটের প্রত্যাশায় প্রথম তিন রাউন্ড চট্টগ্রাম ও কক্সবাজারে আয়োজনের কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে ঢাকায় দুটি আন্তর্জাতিক ম্যাচ পিছিয়ে দিয়েছে বোর্ড। ফলে মাঠ ফাঁকা পাচ্ছে বিসিবি। সেই সুযোগ কাজে লাগিয়ে ঢাকায় লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ।

সিসিডিএম প্রথম পাঁচ রাউন্ডের সূচি চূড়ান্ত করেছে। এবার ম্যাচগুলোতে রাখা হয়নি কোনো রিজার্ভ ডে। প্রতি রাউন্ডের পর রয়েছে একদিনের বিরতি। ১৫ মার্চ থেকে শুরু হয়ে ২৮ মার্চের ভেতরে প্রথম পাঁচ রাউন্ডের খেলা শেষ হবে।

প্রথম রাউন্ড

১৫-৩-২০২০

আবাহনী লিমিটেড বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব – মিরপুর

লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব - বিকেএসপি

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন - ফতুল্লা

১৬-৩-২০

শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি - বিকেএসপি

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স - মিরপুর

মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব – ফতুল্লা

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়