ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘অর্থনীতিতে বিরাট অবদান রাখছেন প্রবাসীরা’

ইসমাইল হোসেন স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অর্থনীতিতে বিরাট অবদান রাখছেন প্রবাসীরা’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে প্রশংসিত। প্রবাসীদের রেমিট্যান্স দেশের উন্নয়ন তথা অর্থনীতিতে বিরাট অবদান রাখছে।

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) ইতালির রোমে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এম এ মান্নান বলেন, প্রবাসী ও তার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বদ্ধ পরিকর সরকার। এখন থেকে সব প্রবাসীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন দেশে, বিদেশে কারো মৃত্যু হলে, তার লাশ দেশে পাঠাতে সহযোগিতা করবে বাংলাদেশের স্থানীয় মিশন।

১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় পরিকল্পনামন্ত্রী রোমে পৌঁছালে বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস রোমের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদারসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা।

 

ইতালি/স্বপন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়