ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কোভিড-১৯ : ইতালিতে মৃত্যু ২১ জনের, আক্রান্ত ৮৮৮

ইসমাইল হোসেন স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৮, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোভিড-১৯ : ইতালিতে মৃত্যু ২১ জনের, আক্রান্ত ৮৮৮

ইতালিতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯।

দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার মারা গেছেন আরো চারজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১, আর আক্রান্ত হয়েছেন ৮৮৮ জন।

ইতালির উত্তরাঞ্চলীয় লম্বার্ডি এবং ভেনেটোতে গত সপ্তাহে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব শুরু হয়েছিল তা দেশটিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ করেছে। অর্থনৈতিক কর্মকাণ্ড তীব্র হ্রাস পেয়েছে।

ইতালি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইতোমধ্যে সঠিক চিকিৎসার মাধ্যমে ইতালির লোম্বার্দিয়া (মিলান), ৪১ সিসিলিয়াতে  দুই এবং লাজিয়োর তিন জনসহ সর্বমোট ৪৬ জন এ ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।

তবে প্রবাসী বাংলাদেশিদের চিন্তিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। ১৫০০ ও ১১২ নম্বরে ফোন করে আক্রান্তদের যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

এ ছাড়া রোম দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য হেল্পডেস্ক খোলা হয়েছে।

ইতালিতে প্রায় দুই লাখ বাংলাদেশি বসবাস করছে। তবে প্রবাসী বাংলাদেশি কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না-এমন খবর পাওয়া যায়নি।



স্বপন/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়