ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

করোনায় ইতালিতে মৃত বাংলাদেশির দাফন

ইসমাইল হোসেন স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় ইতালিতে মৃত বাংলাদেশির দাফন

ইতালিতে করোনায় মারা যাওয়া অপুর (৪২) দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ইতালির স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় দাফন হয়।  জানাজায় ইমামতি করেন দারুল হিকমাহ একাডেমির প্রধান খতিব এবং মিলান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা জোনায়েদ সোবহান। 

ইতালি সরকারে বিধিনিষেধ থাকায় কিছুসংখ্যক বাংলাদেশি জানাজায় অংশ নেন। পরে ইতালি মিলানের ব্রাজান্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।  মিলানে বসবাসরত প্রবাসী লেখক ও সাংবাদিক তুহিন মাহামুদ দাফন সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মিলাননে বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল ইকবাল আহমেদ বলেন, এখন পর্যন্ত ইতালিতে করোনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।  এছাড়া আরও কয়েকজন বাংলাদেশি  হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, ৩০ মার্চ ইতালির মিলানে অপু (প্রবাসী বাংলাদেশি) স্থানীয়  সময় দুপুর ১ টায়  একটি হাসপাতালে মারা যান।  তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়।

এই নিয়ে ইতালিতে করোনায় বাংলাদেশি  মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জনে।  এর আগে  ২০ মার্চ গোলাম মাওলা (৬২)  নামে এক বাংলাদেশির মৃত্যু হয়।


ইতালি/স্বপন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়