ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনা

ইতালিতে কমছে মৃতের সংখ্যা

ইসমাইল হোসেন স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতালিতে কমছে মৃতের সংখ্যা

প্রাণঘাতি করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বিশ্বের অন্যতম প্রাকৃতিক সুন্দরের দেশ ইতালি। করোনা আক্রান্ত হয়ে ইতালিতে প্রথম মৃত্যু হয়েছে গত ২২ ফেব্রুয়ারি থেকে।

এরপর মার্চ মাসের শুরু থেকে ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে বেড়ে যায়।

দেশটিতে রোববার (৫ এপ্রিল) করোনায় প্রাণ হারিয়েছেন ৫২৫ জন, আর আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩১৬ জন। যা অন্যান্য দিনের চেয়ে অনেক কম।

ইতালিতে এখন পর্যন্ত মোট মারা গেছে ১৫ হাজার ৮৮৭ ও আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৯৪৮ জন।

রোববার (৫ এপ্রিল ) দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লিও তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালির চারদিকে দুঃসংবাদের মধ্যেও এবার ইতিবাচক খবর পাওয়া যাচ্ছে। প্রতিদিনই বাড়ছে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা।

রোববার দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১৯ জন এবং মোট সুস্থতার সংখ্যা ২১ হাজার ৮১৫ জন।

দেশটির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের আহ্বানে সাড়া দিয়ে ৭ হাজার ২২০ জন অবসরপ্রাপ্ত চিকিৎমক, নার্স ও অ্যাম্বুলেন্স কর্মী স্বাস্থ্যসেবা দিতে করোনা আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন।

করোনার ছোবল থেকে বাঁচতে ও বাঁচাতে মরিয়া ইতালি সরকার। দেশটির প্রায় ৬ কোটি নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা, খাদ্যসামগ্রীর নিশ্চয়তার জন্য সামরিক বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন।


ইসমাইল হোসেন স্বপন/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়