ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লেবাননে বৃহস্পতিবার থেকে ৪ দিনের কারফিউ

জসিম উদ্দীন সরকার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ১৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লেবাননে বৃহস্পতিবার থেকে ৪ দিনের কারফিউ

লেবাননে বৃহস্পতিবার থেকে ৪ দিনের কারফিউ জারি করেছে দেশটির সরকার।  অতি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হলে হতে পারে জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা।

গত ১০ মে লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ফাহমি পূরায় সন্ধ্যা ৭ থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করেন।  এর দুইদিন পর গত মঙ্গলবার নতুন করে আগামী বৃহস্পতিবার (১৪ মে) থেকে রোববার পর্যন্ত ৪ দিনের কারফিউ জারি করেন।  তবে কারফিউতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের  দোকান খোলা থাকবে।

গত ১৬ মার্চ লেবাননে লকডাউন শুরুর পর থেকে কিছু দিন করোনা সংক্রামণের সংখ্যা কিছুটা বাড়লেও তা এপ্রিলের মাঝামাঝি এসে কমতে শুরু করে।  এপ্রিলের ২৫ তারিখে লকডাউন শিথিল করে দেশটি। সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা থেকে অনেকটা ঢিলেঢালাভাবে চলে কারফিউ।  কিন্তু রাস্তায় জনগণের ছিল অবাধ চলাফেরা।  হঠাৎ ফের বাড়তে শুরু করে করোনা আক্রান্তের সংখ্যা।  ফলে কারফিউ এর সিদ্ধান্ত নেয় সরকার।

তবে তুলনামূলকভাবে অন্যান্য দেশের চেয়ে লেবাননে করোনা আক্রান্তের পরিমাণ এখনো অনেক কম।  লেবাননে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৬ জন মারা গেছে।  আক্তান্তের সখ্যা এখনো হাজারের নিচে।

লেবাননে এ পর্যন্ত ৪ জন বাংলাদেশি আক্রান্তের খবর পাওয়া গেছে।  তাদের সর্বশেষ অবস্থা জানা যায়নি।

 

লেবানন/ জসিম/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়