ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনায় মৃত্যুর হার কমছে ইতালিতে

ইসমাইল হোসেন স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৬, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় মৃত্যুর হার কমছে ইতালিতে

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ কমে যাচ্ছে ইতালিতে। প্রতিদিনই কমছে আক্রান্ত ও মৃতের হার। স্বাভাবিক হচ্ছে করোনার থাবায় বিপর্যস্ত দেশটি।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮৩ জন। আর প্রাণ হারিয়েছেন ৭০ জন। ইতালিতে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে একদিনে এটাই সবচেয়ে কম মৃত্যু।

এদিকে মৃত্যুর সংখ্যা কমে বাড়ছে সুস্থ মানুষের সংখ্যা। গত একদিনেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৫০৩ জন করোনা রোগী। এনিয়ে ইতালিতে করোনা থেকে সুস্থ হলেন ১ লাখ ৫০ হাজার ৬০৪ জন।

ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৭৩২ জন। আর প্রাণ হারিয়েছেন ৩৩ হাজার ১৪২ জন।

ইতালিতে করোনার তাণ্ডব দুর্বল হতে থাকায় দুই ধাপে খোলা হয়েছে প্রায় ৮০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান। আশা করা হচ্ছে আগামী ৩ জুন থেকে সবকিছুই চালু হবে। ওইদিন থেকে অবাধে চলাচলের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে। খুলে দেওয়া হবে বিমানবন্দরগুলো, চালু হবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান ।

এমনকি গ্রীষ্মে পর্যটকদের ইতালিতে ফিরিয়ে আনার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে দেশটির সরকার।

 

স্বপন/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়