ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিশেষ ফ্লাইটে ইতালি ফিরেছেন ২৮৭ বাংলাদেশি

ইসমাইল হোসেন স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৮, ১৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিশেষ ফ্লাইটে ইতালি ফিরেছেন ২৮৭ বাংলাদেশি

বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ইতালি ফিরেছেন ২৮৭  বাংলাদেশি।

শুক্রবার (১২ জুন) ইতালির স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে রোমের ইন্টারন্যাশনাল ফিমিউসিনো এয়ারপোর্টে পৌঁছায় প্রবাসী বাংলাদেশিরা।

এসময় তাদের সঙ্গে কুশল বিনিময় করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। এছাড়া, উপস্থিত ছিলেন  জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি সভাপতি অলি উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদসহ আারও অনেকে।

করোনা সচেতনতায় ইতালির প্রশাসনের নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ফিরে যাওয়া বাংলাদেশিদের ১৪ দিন কোয়ারেন্টানে থাকার নির্দেশ দেন রাষ্ট্রদূত আবদুস সোবহান ।

করনোর কারণে দুই মাস পর স্বাভাবিক হতে শুরু করেছে ইতালির জন-জীবন। চালু হয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, রেস্টুরেন্ট। 

ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির তথ্য হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩০৫ জন। আর মারা গেছেন ৩৪ হাজার ২২৩ জন। ইতালিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৮৫ জন।

 

স্বপন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়