ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোমে বাংলাদেশিদের বিক্ষোভ

ইসমাইল হোসেন স্বপন, ইতালি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ২৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রোমে বাংলাদেশিদের বিক্ষোভ

ইতালিতে রোম দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

সোমবার (২৭ জুলাই) দালাল নির্মূল এবং দূতাবাস দুর্নীতিমুক্ত করার দাবিতে বাংলাদেশ সমিতি ইতালি স্থানীয় পুলিশের অনুমতি নিয়ে বিক্ষোভ সমাবেশ করে।

সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বাংলাদেশ দূতাবাসে দালাল সিন্ডিকেট এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।  এছাড়া আগামী ৩ আগস্ট সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারীর সভাপতিত্বে সমাবেশে কে এম লোকমান হোসেন, আওয়ামী লীগ ইতালি শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, নজরুল ইসলাম মাঝি, আব্দুর রব ফকির, আওয়ামী লীগ ইতালি শাখার প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক জহিরুল আলম, এম এ রব মিন্টু, মাহবুব আলম প্রধান, মনজুর আহমেদ,ফয়সাল আহমেদ, জিয়ার মানিক প্রমুখ বক্তব্য রাখেন।

স্বপন/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়