ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিউলে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

মোহাম্মদ হানিফ, দক্ষিণ কোরিয়া থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ১৫ আগস্ট ২০২০   আপডেট: ২১:৫৭, ২৭ আগস্ট ২০২০
সিউলে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

কোভিড-১৯ মহামারি ও কোরিয়ান সরকারের সামাজিক দূরত্ব কর্মসূচির কারণে অনুষ্ঠানটি সীমিত পরিসরে করা হয়। অনুষ্ঠানে কোরিয়ান ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

দিবসের শুরুতে রাষ্ট্রদূত আবিদা ইসলাম দূতাবাস প্রাঙ্গণে কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে কর্মসূচি সূচনা করেন।  পরে রাষ্ট্রদূত আবিদা ইসলাম উপস্থিত সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া শোক দিবস উপলক্ষে উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। যেখানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও অবদানের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।  কবিতা পাঠ পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এছাড়া বাংলাদেশ দূতাবাস জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় ইংরেজি পত্রিকা Korea Herald-এ জাতির পিতার ওপর বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।

হানিফ/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়