ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চীনে ৭৫ শতাংশ দর্শক নিয়ে সিনেমা প্রদর্শনের অনুমতি

এসএম আল-আমিন, চীন  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ১৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৭:৫৯, ১৭ সেপ্টেম্বর ২০২০
চীনে ৭৫ শতাংশ দর্শক নিয়ে সিনেমা প্রদর্শনের অনুমতি

করোনা মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের প্রচেষ্টায় চীনের প্রেক্ষাগৃহে মোট আসনের ৭৫ শতাংশ পূর্ণ করে সিনেমা প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে।

এক্ষেত্রে দর্শকরা শুধুমাত্র অনলাইনে প্রেক্ষাগৃহের আসনের টিকিট পাবেন। সরকারি নির্দেশনা মোতাবেক, প্রেক্ষাগৃহগুলো সম্পূর্ণ পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে হবে। পাশাপাশি দর্শকদের মধ্যবর্তী দূরত্ব নিশ্চিত করার কথাও বলা হয়েছে। প্রেক্ষাগৃহে প্রবেশের সময় দর্শকদের জমায়েত এড়াতে সিনেমা প্রদর্শন বিভিন্ন সময়ে নির্ধারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

চীনে করোনা মহামারির প্রকোপ কমে যাওয়ায় গত ২০ জুলাই প্রথম ৩০ শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষাগৃহগুলো চালুর অনুমতি দেওয়া হয়। পরবর্তী সময়ে গত ১৪ আগষ্ট তা ৫০ শতাংশে উন্নীত করা হয়েছিল। আগামী ২৫ তারিখ থেকে তা ৭৫ শতাংশ হতে চলেছে।

বক্স অফিস সূত্রে জানা গেছে, গত জুলাইয়ে চালু হওয়ার পর সিনেমা হলগুলো এখন পর্যন্ত ৫ বিলিয়ন ইউয়ান আয় করেছে।

আল-আমিন/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়