ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশে ফিরতে না পেরে উদ্বিগ্ন লেবানন প্রবাসী বাংলাদেশিরা

জসিম উদ্দীন সরকার, লেবানন থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০০, ৭ অক্টোবর ২০২০  
দেশে ফিরতে না পেরে উদ্বিগ্ন লেবানন প্রবাসী বাংলাদেশিরা

এক বছর ধরে চলা রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দা, ডলার সংকট, বৈরুত পোর্টে ভয়াবহ বিস্ফোরণের কারণে মুখ থুবড়ে পড়েছে লেবানন, ধ্বস নেমেছে ব্যবসা-বাণিজ্যে। পাশাপাশি দিন দিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এসবের প্রভাব পড়েছে লেবানন প্রবাসী বাংলাদেশিদের ওপর। কর্ম হারিয়েছেন ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি। তাই বাধ্য হয়ে দেশে ফিরছেন তারা।

লেবাননে দেড় লাখের বেশি বাংলাদেশি নারী-পুরুষ কর্মী আছে। একসময় লেবাননে যে বিমানবন্দরে প্রতিদিন বাংলাদেশি কর্মীদের আসতে দেখা যেত, এখন সেই বিমানবন্দরে প্রতিদিন তাদের দেশে ফিরতে দেখা যায়। কেউ স্বেচ্ছায় দেশে ফিরছেন, আবার অনেক প্রতিষ্ঠান বেতন দিতে না পেরে বিদেশি শ্রমিকদের তাদের দেশে পাঠিয়ে দিচ্ছে। ধারণা করা হচ্ছে, এ পর্যন্ত ৫ হাজারের অধিক বৈধ কাগজপত্র থাকা বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরেছেন। তবে জটিল অবস্থায় পড়েছেন বৈধ কাগজপত্রহীন প্রবাসীরা। দেশে ফিরতে না পেরে উদ্বিগ্ন তারা।

২০১৯ সালের শেষদিকে ও ২০২০ সালের শুরুতে দেশে ফিরতে বাংলাদেশ দূতাবাসে নাম নিবন্ধন করেন ৭ হাজারের বেশি প্রবাসী। চলতি বছরের মার্চ পর্যন্ত দূতাবাস নিবন্ধিত ১ হাজারের বেশি প্রবাসীকে দেশে পাঠিয়েছে। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিমান চলাচল বন্ধ হলে থেমে যায় প্রবাসীদের দেশে ফেরার প্রক্রিয়া। এর মধ্যে জটিল থেকে জটিলতর অবস্থার দিকে ধাবিত হয় লেবানন। দেশে ফিরতে না পেরে হতাশ হয়ে পড়েন বাংলাদেশি কর্মীরা। বিমান চলাচল কিছুটা স্বাভাবিক হলে দেশে ফিরতে শুরু করেন তারা।

ডলার সংকট ও কর্মহীনতা দেশে ফেরার মূল কারণ বলে জানিয়েছেন লেবানন প্রবাসী বাংলাদেশিরা। তারা জানান, ডলারের এতই সংকট যে, ৩২ হাজার টাকার বেতন এখন ৮ টাকা হয়ে গেছে। লেবানিজরাও সংকটে আছেন, সেখানে প্রবাসীদের কে দেখবে? তাই দেশে ফেরাই উত্তম।

গত ৩ অক্টোবর শনিবার লেবাননের আনসার স্টেডিয়ামে ৪৯৭ প্রবাসীর হাতে বিমানের টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। টিকিট হাতে পেয়ে তারা দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, লেবাননে চাকরি নাই। অনেকে ১ বছরেরও বেশি সময় ধরে কর্মহীন।

বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুন জানান, ৭ হাজার ৬৩৪ জন প্রবাসী দেশে ফিরতে নাম নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৪৩টি ফ্লাইটে ৭ হাজার ২২৮ জনকে দেশে পাঠানো হয়েছে। বাকিদের কিছু সমস্যা আছে। সমস্যা সমাধানের পর তাদেরও পর্যায়ক্রমে দেশে পাঠানো হবে।

লেবানন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়