Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ১৭ জুন ২০২১ ||  আষাঢ় ৩ ১৪২৮ ||  ০৫ জিলক্বদ ১৪৪২

যুক্তরাষ্ট্রে একদিনে ৭৭ হাজারের অধিক করোনায় আক্রান্ত

ছাবেদ সাথী, নিউ ইয়র্ক প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫৭, ২৪ অক্টোবর ২০২০   আপডেট: ১০:১১, ২৪ অক্টোবর ২০২০
যুক্তরাষ্ট্রে একদিনে ৭৭ হাজারের অধিক করোনায় আক্রান্ত

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে একদিনে করোনা আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে একদিনে নতুন করে ৭৭ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। যা তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটিতে করোনাভাইরাসে ৭৭ হাজার ৬৪০ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এ দিন মৃত্যু হয়েছে ৯২১ জনের।

এনবিসি নিউজের দেওয়া তথ্যমতে, এর আগে গত ২১ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে ৭৫ হাজার ৭২৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিল। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যায় সেটাকে ছাড়িয়ে গেছে।

এদিকে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যমতে, দেশটিতে এ পর্যন্ত ৮.৪ মিলিয়নের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ লাখ ২৩ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে।

ছাবেদ সাথী/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়