RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৮ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৪ ১৪২৭ ||  ১১ রবিউস সানি ১৪৪২

সস্ত্রীক আগাম ভোট দিলেন বাইডেন 

ছাবেদ সাথী, নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ২৯ অক্টোবর ২০২০   আপডেট: ২২:৩৯, ২৯ অক্টোবর ২০২০
সস্ত্রীক আগাম ভোট দিলেন বাইডেন 

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এবার আগাম ভোট দিলেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। 

বুধবার (২৮ অক্টোবর) ডেলাওয়ারে তিনি সস্ত্রীক ভোট দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগাম ভোট দেওয়ার পর বাইডেন আগাম ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে গত শনিবার ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে আগাম ভোট দেন ট্রাম্প। 

করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় রেকর্ড সাড়ে ৭ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন। তাতে যোগ দিলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেনও।

স্থানীয় সময় বুধবার ইউলমিংটনে ডেলাওয়ার স্টেট বিল্ডিংয়ে প্রবেশ করে সেখানে আগাম ভোট দেন বাইডেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জিল বাইডেন। 

ভোট দেওয়ার পর হেলথ কেয়ার পরিকল্পনার ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাইডেন। সেই সঙ্গে জানান, নির্বাচনে জিতলে রিপাবলিকানদের নিয়েও কাজ করবেন তিনি।

ঢাকা/জেডআর

সর্বশেষ

পাঠকপ্রিয়