Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৮ অক্টোবর ২০২১ ||  কার্তিক ২ ১৪২৮ ||  ০৯ রবিউল আউয়াল ১৪৪৩

বাইডেনের জয়ের খবরে নিস্তব্ধ ছিল হোয়াইট হাউজ

ছাবেদ সাথী, নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২২, ৮ নভেম্বর ২০২০   আপডেট: ১২:০৩, ৮ নভেম্বর ২০২০
বাইডেনের জয়ের খবরে নিস্তব্ধ ছিল হোয়াইট হাউজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়লাভের খবরে ঘণ্টাখানেক নিস্তব্ধ হয়ে পড়েছিল হোয়াইট হাউজ। কোনো প্রতিক্রিয়া নেই কারো। বাইরে ট্রাম্পের কোনো সমর্থকের দেখা নেই। ভার্জিনিয়া, স্টার্লিং ক্লাবে তখন গলফ খেলছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নর্থ লনে, নির্বাচনী রাতের খবর সংগ্রহকারী অল্প কিছু সংবাদকর্মী লাইভ শট নিচ্ছেন। কখনো কখনো সেখানে উল্লাসধ্বনি শোনা যাচ্ছে। প্রেসরুমে একজন প্রেস এইড আসছেন আর যাচ্ছেন। ১৭তম স্ট্রিট এবং পেনসিলভ্যানিয়া এভিনিউ এনডব্লিউতে প্রেস ও স্টাফদের প্রবেশ পথ।

সেখানে হোয়াইট হাউজে প্রবেশের সেই পথ এখন বন্ধ করে দেয়া হয়েছে। গাড়ি থেকে তীব্র শব্দ করা হচ্ছে। এখানে ওখানে রাস্তার ক্রসিং পয়েন্টগুলোতে লোকজন সেলিব্রেট করছে বাইডেনের জয়। সে দৃশ্য দেখে সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট উপহাস করছেন। তিনি বলছেন, গাড়ির তীব্র শব্দ সৃষ্টি করা খারাপ।

ছাবেদ সাথী/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়