ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শীতার্তদের জন্য কম্বল পাঠাচ্ছেন কানেকটিকাটের প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ২৬ নভেম্বর ২০২০   আপডেট: ১৩:২৭, ২৬ নভেম্বর ২০২০
শীতার্তদের জন্য কম্বল পাঠাচ্ছেন কানেকটিকাটের প্রবাসীরা

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের প্রবাসীরা দেশে শীতার্ত ও অসহায় মানুষদের জন্য পাঁচ শতাধিক কম্বল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রধান উদ্যোক্তা হালিম আকবর এ তথ্য জানিয়েছেন।

তীব্র শীতে দুস্থ ও অসহায় মানুষদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হন। এসব অবহেলিত মানুষের কথা চিন্তা করে উদ্যোক্তারা দ্বিতীয়বারের মতো এ সিদ্ধান্ত নিয়েছেন।

গত বছর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসীরা বাংলাদেশের খুলনা, যশোর (সদর), চুয়াডাঙ্গা, গাংনি, পার্বতীপুর, ঈশ্বরদি, ঢাকা, বরিশাল, বাঘারপাড়া (যশোর), আলমডাঙ্গা ও দেবীগঞ্জ (পঞ্চগড়)-এ পাঁচ শতাধিক কম্বল বিতরণের ব্যবস্থা করেছিলেন।

বর্তমানে কম্বল বিতরণের জন্য তহবিল সংগ্রহের কাজ চলছে। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত তহবিল সংগ্রহের পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে কম্বল বিতরণের ব্যবস্থা করা হবে।

ছাবেদ সাথী/মারুফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়