ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মালয়েশিয়ায় অভিবাসীদের বিনামূল্যে করোনার টিকা দেওয়া হতে পারে 

মালয়েশিয়া সংবাদদাতা   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ৬ জানুয়ারি ২০২১  
মালয়েশিয়ায় অভিবাসীদের বিনামূল্যে করোনার টিকা দেওয়া হতে পারে 

মালয়েশিয়ার বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনমন্ত্রী খাইরি জামালউদ্দিন

মালয়েশিয়ায় করোনা সংক্রমণ প্রতিরোধে ফেব্রুয়ারি থেকে বিনামূল্যে ভ্যাকসিন প্রয়োগ করার সম্ভাবনা রয়েছে। তবে নিজ দেশের নাগরিকদের পাশাপাশি অভিবাসীদের নিয়েও ভাবছে দেশটির সরকার।

অভিবাসীদের বিনামূল্যে ভ্যাকসিন প্রয়োগ করা হবে কি না তা নিয়ে চলছে আলোচনা। এর আগে অভিবাসীদের অর্থের বিনিময়ে করোনার ভ্যাকসিন নিতে হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ জানুয়ারি) দেশটির বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনমন্ত্রী খাইরি জামালউদ্দিন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘স্থানীয়দের পাশাপাশি, অভিবাসীদের নিয়েও আমাদের ভাবতে হবে। তারা টিকা না পেলে স্বাস্থ্যঝুঁকিতে পড়ে যাবে। সবাই যাতে করোনার টিকা পায় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে।’

জানুয়ারির শেষ দিকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়ার পর তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পেশ করা হবে।

এদিকে, দেশটিতে যেসব বিদেশিকর্মী করোনায় আক্রান্ত হয়েছে তাদের স্বাস্থ্য ব্যবস্থা সুদৃঢ় করতে নিয়োগকর্তাদের উৎসাহিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা/ইমরান মোস্তফা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়