ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইতালিতে ক্যান্সারে এক বাংলাদেশির মৃত্যু 

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৬, ১০ জানুয়ারি ২০২১   আপডেট: ০৮:৩২, ১০ জানুয়ারি ২০২১
ইতালিতে ক্যান্সারে এক বাংলাদেশির মৃত্যু 

ইতালিতে ক্যান্সারে আক্রান্ত হয়ে এক বংলাদেশিন মৃত্যু হয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম বাচ্চু (৩৮)। 

জানা গেছে, তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মিলানোর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

গত বুধবার (৬ জানুয়ারি) রাত ৮ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিলান কনস্যুলেট অফিসে চাকুরিরত জাকির। 

জাহাঙ্গীর আলম ২০১১ সালে লিবিয়া থেকে ইতালিতে আসেন। তার দেশের বাড়ি বৃহত্তর নোয়াখালী জেলার লক্ষ্মীপুরের রামগঞ্জে। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ক্যান্সারে আক্রান্ত হয়ে জাহাঙ্গীর আলমের মৃত্যুতে তার দেশের বাড়ি ও ইতালির বাংলা কমিউনিটিতে চলছে শোকের মাতম। ইতালির বাংলা কমিউনিটি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়